ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বেসরকারি মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের সহযোগিতায় নাগরিক অধিকার দলের নবম বার্ষিক সম্মেলন কালিহাতী উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু ও পরিচালনা করেন বীরবাসন্দা ইউনিয়নের নাগরিক অধিকার দলের সভাপতি আরিফুর রহামন লিটন।
জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনপূর্ব র্যালির উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি ইসরাত সাদমীন। নাগরিক অধিকার দলে বার্ষিক সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা সর্বদা’।
‘সফল হোক, বাল্য বিয়ে, ‘বন্ধ কর, আইনের আলোকে সালিশ কর, ‘মানবাধিকার রক্ষা কর’ সহ বিভিন্ন স্লোগান সহ একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শহিদুজ্জান মাহমুদ, নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বকারী কিশোর কুমার তঞ্চঙ্গা, নাগরিক উদ্যোগ থিয়েটার ইউনিটের কর্মসূচি কর্মকর্তা মো. মাহবুব আক্তার প্রমুখ।
গত ২০ ডিসেম্বর(রোববার) অনুষ্ঠিত নাগরিক অধিকার দলের সম্মেলনে নাগরিক অধিকার দল, নাগরিক উদ্যোগ’র কর্মী সহ পাঁচ শতাধিক লোক অংশ নেয়।