আল-আমিন খানঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামে বানিয়াফৈর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে একটি নতুন বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার(৩ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও তথ্য প্রযুক্তি মুনিরা সুলতানা, জেলা শিক্ষা অফিসার মো. শাফী উল্লাহ, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, সহদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুকুর মাহমুদ, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা ও দেশ্যবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।