কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মঙ্গলবার(২১ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৯৯ জনের মধ্যে নগদ টাকা ও সেলাই মেশিন প্রদান করা হয় ।
এ উপলক্ষে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষাবৃত্তি প্রদান করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, এবছর শিক্ষাবৃত্তি হিসেবে কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ের ২৯১ জনকে ৫০০ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ৮২ জনকে ১৫০০ টাকা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জনকে ২০০০ টাকা করে এবং ১০ জনকে সেলাই মেশিন ও ১০টি গরিব পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন-নলকূপ দেয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ জন হতদরিদ্রের মাঝে তিন বান্ডিল ঢেউটিন এবং নদীভাঙন কবলিত ৫ জনকে নগদ ১৫হাজার টাকা করে অনুদান দেয়া হয়।