কালিহাতীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

কালিহাতী ১৮ নভেম্বর : টাঙ্গাইলের কালিহাতীতে ডোবার পানিতে পড়ে একই বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হল, এলাঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাইম ( ৪) ও আবুবক্করের ছেলে আবির (৪)।
এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর বরকত আলী জানান, সকাল ৯ টার দিকে প্রতিবেশী দুই শিশু পতুল নিয়ে বাড়ীর পাশে খেলতে যায়।
খেলাধুলার সময় ওই দুই শিশু ডোবায় পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুজির পর ডোবা থেকে নিহত শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।