গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলে নির্যাতনের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে ঘটনার সাথে জড়িত দায়ি পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি বেগম শামছুন্নাহার শান্তি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহনাজ খান নারগিস, স্বরণী’র নির্বাহী পরিচালক মঞ্জু রাণী প্রামাণিক, সেবক’র নির্বাহী পরিচালক নাজমুছ সালেহীন প্রমুখ।