গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশের গ্রেপ্তার বাণিজ্য চরম আকার ধারণ করেছে। ওসি সাইফুল ইসলাম ফরাজীর প্রত্যক্ষ সহযোগিতায় নানা ছলছুতোয় সাধারণ মানুষকে আটক করে মোটা অংকের টাকার বিনিময়ে আবার ছেড়ে দেয়ার ঘটনায় জনমনে ভীতি বিরাজ করছে।
জানাগেছে, দেশব্যাপি চাঞ্চল্য সৃষ্টি করা মা-ছেলের নির্যাতনের ঘটনার পর ওসি সাইফুল ইসলাম ফরাজীকে কালিহাতী থানায় পদায়ন করা হয়। থানায় যোগদান করেই তিনি উপজেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতদের একে এক ডেকে এনে মাসোহারা আদায়ের ব্যবস্থা করেন। বর্তমানে তাঁর নির্দেশে থানার এসআই, এএসআই ও কনস্টেবলরা সাধারণ মানুষকে আটক করে তল্লাশির নামে শরীরে হাত দিয়েই ইয়াবা, গাঁজা ও হেরোইনের ছোট পোটলা পকেট বা শরীরের জামা-কাপড়ের কোন এক জায়গায় ঢুকিয়ে দিয়ে আবার তা বের করে মদক ব্যবসায়ী হিসেবে মামলা করার ভয় দেখিয়ে থাকেন। পরে ‘ওসি সাহেব’কে ম্যানেজ করার কথা বলে আটককৃতদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। ওসির দাবিকৃত টাকা দেয়া না হলে বা কোন রাজনৈতিক নেতা সুপারিশ করলে আটককৃত’র কাছ থেকে মাদক উদ্ধার নাটক সাজিয়ে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। কোন ক্ষেত্রে আটককৃত ব্যক্তি ও তাদের আত্মীয় বা শুভাকাঙ্খীদের সাথে দরকষাকষি করে নির্দিষ্ট অংকের টাকা নিয়ে ছোটখাট অপরাধ করার দাবিতে যৎসামান্য অর্থদন্ড বা অন্যকোন লঘুদন্ডের সুপারিশ করে স্থানীয় ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। আবার কোন কোন ক্ষেত্রে আটককৃত ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে মাদক আইনের ধারা বাদ দিয়ে জামিনযোগ্য দ.বি. ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, কালিহাতী উপজেলার আউলিয়াবাদ, নাগবাড়ি, রতনগঞ্জ, রামপুর, বল্লা, সিঙ্গাইর, কালিহাতী পৌরসভা, কোকডহড়া, দত্তগ্রাম, বাঘুটিয়া, এলেঙ্গা, পৌজান, মহেলা প্রভৃতি এলাকায় থানা পুলিশের আটক বাণিজ্য চরম আকার ধারণ করেছে। গত ১৯ নভেম্বর বিকালে কালিহাতী পৌরসভার বাঘুটিয়া-ছিলিমপুর সড়কে বসে খোসগল্প করার সময় ছিলিমপুর গ্রামের আ. গফুরের ছেলে মো. মুছা(২৮), আ. মালেক ভূঁইয়ার ছেলে মো. রুহুল আমীন ভূঁইয়া(২১) ও ইব্রাহিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন(২২)কে কালিহাতী থানা পুলিশ আটক করে। প্রথম দিকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে পুলিশের তরফে বলা হলেও পরে মাদকদ্রব্য পাওয়া গেছে বলে দাবি করা হয়। এরপর থেকে আটককৃতদের আতœীয়দের সাথে চলে দরকষাকষি। ১৯ নভেম্বর সন্ধ্যা থেকে পরদিন শুক্রবার(২০ নভেম্বর) বিকাল পর্যন্ত দরকষাকষি করে নির্দিষ্ট অংকের টাকা হাতিয়ে ওইদিন সন্ধ্যায় স্থানীয় ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। পুলিশের লঘুঅপরাধের বর্ণনা থাকায় ভ্রাম্যমান আদালত আটককৃতদের যৎসামান্য জরিমানার আদেশ দেন। জরিমানা দিয়ে তারা মুক্ত হয়। ওই নির্দিষ্ট অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্যই থানা পুলিশ ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও জেলহাজতে পাঠায়নি বলে সূত্র দাবি করে।
সূত্রমতে, কালিহাতী থানার ওসি সাইফুল ইসলাম ফরাজীর নির্দেশে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু পর্যন্ত মহাসড়কে থানা পুলিশের টহলগাড়ি প্রতিদিনই ৭-৮টি মালবাহী ট্রাক থামিয়ে তল্লাশি করার কথা বলে মালামাল ‘আনলোড’ করার জন্য চাপ সৃষ্টি এবং ৩-৪ বস্তা মাল দিয়ে যাওয়ার দাবি করে। মালামাল আনলোড করে আবার তা লোড করার ঝাঁমেলা এড়াতে ট্রাক চালকরা পুলিশের দাবি করা মালের বস্তা নামিয়ে দিয়ে যায়। পরে পুলি ওই মালের বস্তাগুলো তাদের নিযুক্ত ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। সূত্র আরো দাবি করে, এলেঙ্গার পৌলী ব্রিজের কাছ থেকে শুরু করে দক্ষিণে টাঙ্গাইল সদর উপজেলার বড়রিয়া ঘাট পর্যন্ত এলাকায় যেসব বাংলা ড্রেজার মালিক অবৈধভাবে বালু উত্তোলন করছে তারা সবাই কালিহাতী থানায় নিয়মিত মাসোহারা দিয়ে থাকেন।(চলবে)