ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ চামুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী সহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, মহেলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অন্তর হোসেন ও তাঁর চাচা আফাজ উদ্দিন (৪০), মা আছমা বেগম (৪৫), ভাবী সাজেদা বেগম (৩৫), রেখা বেগম (৩০)। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী আনোয়ার হোসেন জানান, প্রতিবেশী আব্দুল মালেক (৪০) ও নুরুল ইসলাম (৩৫)-দের সাথে দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে তাদের সাথে এরআগে একাধিকবার ঝগড়া হয়। গত শনিবার (১৯ ডিসেম্বর) বাড়ির পাশের ৬ শতাংশ জমির উপর নাড়া শুকাতে গেলে অতর্কিতভাবে আব্দুল মালেক গংরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার চাচাত ভাই অন্তরের উপর হামলা করে। অন্তরকে বাঁচাতে আসা অন্যদেরও তারা কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল মালেকের মামাতো ভাই স্কুল শিক্ষক মিজানুর রহমান ওই জমি তাদের দাবি করে বলেন, তাদের ওই জমিতে নাড়া শুকাতে নিষেধ করাতে তাঁরাই ক্ষেপে গিয়ে আমাদের ফুলকপি ক্ষেত নষ্ট করে ফেলে। এতে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ড ও পরে মারামারি বাধলে আমার ভাই মালেকসহ উভয়পক্ষের লোকজন আহত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা থানা পুলিশের এসআই ইসকান্দার হাবিব জানান, মামলার তদন্ত চলছে। দোষীদের গ্রেপ্তার করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।