কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিমের অপসারণ দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৩০ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী ওই কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনকালে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আব্দুল হাকিম বিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আতœসাত করছেন। এছাড়া ছাত্র-ছাত্রীদের বেতনের টাকা, টিউশন ফি, জেএসসি ও এসএসসির ফরম পুরণের নামে অতিরিক্ত টাকা আদায় করে আতœসাত, সরকারি বিনামূলে বিতনের বই থেকে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৪/৫শ’ টাকা আদায়, বিদ্যালয়ের উন্নয়নের বরাদ্দের টাকা আতœসাত, শিক্ষক নিয়োগে বাণিজ্য ও অবৈধ ম্যানেজিং কমিটি গঠনের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় ইতিমধ্যে টাঙ্গাইলের জেলা প্রশাসনের পক্ষে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
দুর্নীতি ও জালিয়াতির প্রমাণ হওয়ায় শিক্ষা বোর্ড ইতিমধ্যে ম্যানেজিং কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এতো কিছুর পরও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক নিরীহ শিক্ষক ও এলাকাবাসীকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছেন বলে বিক্ষোকারীরা অভিযোগ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে সুলতান মিয়া, খালেদ শামস, শাহআলম মিয়া, মিজু ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।