কালিহাতী প্রতিনিধিঃ
কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার(১৪ এপ্রিল) বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে ভোরের পাখীর আয়োজনে শারীরিক কসরত, পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলশোভাযাত্রা, পান্তা খাওয়া, আলোচনা, গরুরগাড়ি শোভাযাত্রা, লাঠিখেলা, গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অঅবু নাসার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধঘারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, অধ্যাপক শংকর দাস প্রমুখ।