কামরুল হাসানঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার বিয়ারা মারুয়া নামকস্থানে সোমবার(১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার জোকারচর গ্রামের আব্দুল জলিল মন্ডল (৫০) ও আব্দুর রশিদ শেখ (৪৫)।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আখেরুজ্জামান জানান, ওই দুই ব্যক্তি মোটর সাইকেল নিয়ে বঙ্গবন্ধুসেতু গোল চত্তর থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটর সাইকেলটি কালিহাতী উপজেলার বিয়ারা মারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে। নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হন্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।