কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর শহরে বাস-ট্রাকের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার ( ২৫ ) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ১৫ জন আহত হয়েছেন । তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের এলেঙ্গা পৌর এলাকার চরভাবলা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে ।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উল্লাস পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যচ্ছিল। পথিমধ্যে বাসটি চরভাবলা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিকে আসা ঢাকাগামী ভূট্টা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হয় এবং আহত হন ১৫ জন। তাৎক্ষণিকভাবের হতাহতদের নাম পরিচয় জানা যায়নি । আহদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।