ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরের কামাক্ষার মোড় নামকস্থানে বুধবার(২৪ ফেব্রুয়ারি) বিকালে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নিহত ও অন্তত ১০জন আহত হয়। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হচ্ছেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের আবু আহম্মেদ মিয়ার ছেলে পিকআপ চালক রাজু আহম্মেদ (৩৫), পিকআপের আরোহী কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুর রহমান (৩৮) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুরের খাদেমুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আখেরুজ্জামান জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সালমা পরিবহনের একটি বাস(ঢাকা মেট্রো ব-১১-০২৩১) বুধবার(২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে সিরাজগঞ্জগামী ৩ টনী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক সহ তিন আরোহী নিহত ও অন্তত ১০ বাসযাত্রী আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।