কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শামসুল হক কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম তালুকদারের ৩৮তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২১ মে) এলেঙ্গা শামসুল হক কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, শামসুল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নয়া মিয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আজহার আলী মিয়া, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, আব্দুল হাকিম তালুকদারের একমাত্র পুত্র শরীফ তালুকদার, এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, এলেঙ্গা পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল জলিলসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কলেজ ছাত্রলীগের নেত্রবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, মরহুমের গ্রামের বাড়িতে কবর জিয়ারত, কোরআন খানি ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২১ মে কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামে একটি গ্রাম্য সালিশের কথা বলে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধে কোম্পানি কমান্ডার ছিলেন। এছাড়া তিনি কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।