
টাঙ্গাইলের কালিহাতীতে ধলেশ্বরী নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ১২ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল – ৪ ( কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এ কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ব্রীজটি নির্মাণ করা হচ্ছে।
হায়দার কন্সট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রীজটি নির্মাণ কাজের কার্যাদেশ পেয়েছেন। আগামী বছরের সেপ্টেম্বর মাসে ব্রীজটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ধলেশ্বরী নদীর ওপর ২৬৪ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণের চুক্তি মূল্য ধরা হয়েছে ৩৪ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৩ শত টাকা। ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে জোকারচরে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার,উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, সদস্য হযরত আলী তালুকদার, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, ছাত্রলীগ নেতা সাহেদ, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোন্নাফ প্রামানিক, সাবেক সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল বাছেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল নোমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভাটি সঞ্চালনা করেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ফকির।
বহুল প্রতিক্ষীত ব্রীজটি নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় এ অঞ্চলের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।