
কালিহাতী ৩০ জুন : টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় পুলিশ অজ্ঞাতনামা (১৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে।
সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, এলাকাবাসী সোমবার সকালে উপজেলার গোহালিয়াবাড়ী উত্তরপাড়া এলাকায় নিউ ধলেশ্বরী শাখা নদীতে মৃতদেহ ভাসতে দেখে কালিহাতী থানার পুলিশকে খবর দেন। পুলিশ নিউ ধলেশ্বরী শাখা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে।