কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(৭ এপ্রিল) বিকালে র্যালি ও এলেঙ্গা পৌরসভা ভূমি অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, বিশিষ্ট সমাজসেবক প্রদীপ কমল ভট্টাচার্য, এলেঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি দাশ পবিত্র। এসময় এলেঙ্গা ভূমি অফিসের কর্মকর্তা ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন উপস্থিত সকল জনসাধারণকে অবহিত করার জন্য ভূমি উন্নয়ন কর, নামজারী, খাস জমি, বন্দোবস্তের বিষয় এবং সরকার নির্ধারিত ফি সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেন। এছাড়া তিনি উপস্থিত সকল জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সমস্যা সমাধানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। এর আগে একটি র্যালি ভূমি অফিস থেকে শুরু হয়ে এলেঙ্গার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।