কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় দু’টি খাবার হোটেলে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১৩ জুন) দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসার উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, এলেঙ্গা বাসস্ট্যান্ডের হোটেল যমুনা হাইওয়ে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৫০ হাজার টাকা এবং হোটেল শ্যামলী অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকরভাবে খাবার রাখা ও মূল্য তালিকা ঝুঁলানো না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৩৮ ধারায় এ জরিমানা আদায় করা হয়।