কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গাস্থ লুৎফর রহমান মতিন মহিলা কলেজের ডিগ্রি প্রথম ব্যাচের ক্লাসের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার(২৭ ফেব্রুয়ারি) কলেজ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি লুৎফর রহমান মতিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ ফজলুল হক, পরিচালনা কমিটির সদস্য সেকান্দর আলী লেবু, আব্দুল বাছেত তালুকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার।
প্রকাশ, কলেজটি এবারই প্রথম ডিগ্রি ক্লাস চালুর অনুমোদন পাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা একটি আনন্দ র্যালি নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।