কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে সোমবার(১৬ মে) ওমেছা বেগম (৫৫) নামে এক মহিলার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দিনমজুর আমজাদ হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার(১৬ মে) সকালে ঘুম থেকে ওমেছা বেগমের উঠতে দেরি দেখে ছোট ভাইয়ের বউ নাজমা বেগম ডাকতে গিয়ে তাঁর ভাবী বিবস্ত্র অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন দেখতে পান। নাজমা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা দেখতে পায় ওমেছা বেগম রক্তাক্ত ও মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে।
নিহতের স্বামী আমজাদ হোসেন জানান, ভোরে তাঁর স্ত্রীর সাথে কথা বলে তিনি কাজে বের হন। এ সময় তার দুই ছেলে শরীফুল (৩৫) ও আজমত (৩৩) তাদের নিজ নিজ কাজে বের হয়। সকাল ১১ টার দিকে স্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে তিনি ও ছেলেরা বাড়ি ফিরে আসেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, সোমবার(১৬ মে) দুপুরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ওসি-তদন্ত নজরুল ইসলামসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠান। এর কিছুক্ষণ পরেই তিনি নিজে এবং সহকারী পুলিশ সুপার(গোপালপুর সার্কেল) জমির উদ্দিন ঘটানাস্থলে ছুটে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে তা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দেয়না বলে জানান ওসি। লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।