ভ্রাম্যমান প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়ায় মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় হাফিজ উদ্দিন নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনিই এ ঘটনার মূলহোতা বলে জানা গেছে। তাকে গত ১৭ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকালে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটানায় এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাগাতার বিক্ষেভ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও(১৭ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এলাকাবাসীর ওই বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে একজন কনস্টেবলসহ কয়েকজন আহত হন। পরে লাঠিচার্জের প্রতিবাদে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এলাকার মহিলারাও ওই বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
কালিহাতী থানার ওসি শহীদুল ইসলাম জানান, ১৭ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকালে কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া থেকে এ ঘটনায় দায়ের করা মামলার আসামী হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টাঙ্গাইল কোর্টে চালান করে দেয়া হয়। এর আগে অভিযুক্ত রফিকুল ইসলাম রোমাকে ঘটনার দিনই গ্রেপ্তার করে আদালতে পাঠালে ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৭ সেপ্টেম্বর(বৃহস্পতিবার)ও দফায় দফায় বিক্ষোভ মিছিল করছিল এলাকাবাসী। বিকাল সাড়ে তিনটার দিকে কালিহাতী বাসস্ট্যান্ডে মিছিল বের করলে বাসস্ট্যান্ড ব্রিজের কাছে পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী পুনারায় সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এতে পুলিশের এক কনস্টেবলসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় এলাকাবাসী আরো বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের লাঠিচার্জের বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়। উপজেলা চেয়ারম্যান চলে যাওয়ার পর এলাকাবাসী আবারও বিক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকাল সোয়া পাঁচটার দিকে স্থানীয় লোকজন আবার সংঘবদ্ধ হয়ে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মিছিল বের করে। একপর্যায়ে তারা কালিহাতী বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। ছয়টার দিকে স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির চূড়ান্ত সমাধানের আশ^াস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শরীফুল ইসলাম এবং গোপালপুর সার্কেলের এএসপি জমির উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান।
অপরদিকে, নির্যাতনের শিকার সেই মা অপমানের জ্বালা সইতে না পেরে আতœহত্যার উদ্দেশ্যে বিষ পান করেন। তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর(মঙ্গলবার) দুপুরে কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম রোমা তার স্ত্রীর সাথে পরকীয়ার জের ধরে ঘাটাইলের আঠারদানা গ্রামের এক শ্রমজীবী ছেলে ও তার মাকে কৌশলে ডেকে এনে বাড়ির উঠানে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন করে। এক পর্যায়ে রোমার ভগ্নিপতি হাফিজ উদ্দিনের অপতৎপরতায় ওই মা-ছেলেকে ঘরে আবদ্ধ করে অনৈতিক কাজে বাধ্য করা হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা হয়েছে।