ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া বাজার এলাকায় সরকারী জায়গায় মিনি পতিতালয় গড়ে উঠায় রবিবার (২১ আগষ্ট) বিকাল ৩টায় এলাকার সাধারণ মানুষ ওইসব বাড়ী উচ্ছেদ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে গণস্বাক্ষর করে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের নিকট স্মারক লিপি প্রদান করে।
জানা যায়, উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামের নবাব আলী নিজ গ্রাম উচ্ছেদ হওয়ার পর থেকে স্থানীয় বাগুটিয়া বাজারে সরকারী জমির উপর বাড়ী করে। নবাব আলী জুয়ার আসর বসিয়ে কোন রকম জীবিকা র্নিবাহ করতো। নবাব আলী ও তার দ্বিতীয় স্ত্রীর সহযোগিতায় মেয়ে রুবি আক্তার দীর্ঘদিন যাবৎ ভাসমান দেহ ব্যবসা করে আসছে। সম্প্রতি ৫/৭ জন যুবতি নারী বাসায় এনে প্রতিদিন দেহ ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছেন। নবাব আলী ও তার মেয়ে এলাকার প্রভাবশালীদের মাসোহারা দিয়ে এলাকা নিয়ন্ত্রনে রাখতো।
সম্প্রতি নবাব আলীর মেয়ে রুবিসহ ২জন অল্প বয়সের যৌন কর্মি ও একজন খদ্দেরকে আটক করে। এ ঘটনায় স্থানীয় বনিক সমিতি ও বাজার কমিটি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক লোকজন পুলিশের ভূমিকাকে অভিনন্দন জানান এবং মিনি পতিতালয় উচ্ছেদ করার জন্য সমাবেশ করে। পরে গণস্বাক্ষর করে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের নিকট স্মারক লিপি প্রদান করলে প্রতিবাদকারীদের আসস্থ করে বলেন, অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে।