ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ‘লতিফ সিদ্দিকীর সমর্থক গোষ্ঠী’।
মো. শাহরিয়ার সিদ্দিকী সোহাগের নেতৃত্বে ওই শোভাযাত্রায় নাগবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারভেজ আলম, কালিহাতী কলেজ ছাত্রলীগের সভাপতি আছাদ তালুকদার, সল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রফিক, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জনি, বল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আ. রহিম, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা তুহীন আহাম্মেদ, নাসির উদ্দিন, সুমন সূত্রধর সহ শতাধিক মোটর সাইকেলে প্রায় আড়াইশ’ তরুণ অংশ নেয়।
কালিহাতীর এ তরুণ প্রজন্ম জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও আওয়ামী চেতনার ধারক আবদুল লতিফ সিদ্দিকীকে আওয়ামীলীগে ফিরিয়ে নেয়ার বার্তা সহ মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ছিন্নমূল শিশুদের মুখে খাবার তুলে দেয় এবং কল কারখানায় শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক স্লোগান দেয়। এরআগে তারা এলেঙ্গার চৌরঙ্গী রেস্টুরেন্টে কেক কেটে মহাকালের মহানয়ক বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের ব্যতিক্রমী কার্যক্রম শুরু করে। পথে পথে তারা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আগামী কাউন্সিলে আওয়ামীলীগে ফিরিয়ে নেওয়ার স্বপক্ষে নানা স্লোগান দেয়।