
কালিহাতী ৩ জুলাই : টাঙ্গাইলের কালিহাতীতে রানা নামের এক যুবকের লাশের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার রামপুর খামার বাড়ির তারা মিয়ার ছেলে।এঘটনায় হত্যা সন্দেহে রামপুর বিল পাড়া গ্রমের আনোয়ারের ছেলে জনিকে (২৪) আটক করেরছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার রামপুর সাত বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালিহাতী সার্কেলের সহকারি পুলিশ সুপার রাসেল মনির গণবিপ্লব-কে জানায়, শুক্রবার বিকালে রামপুর পুরাতন বাজার সংলগ্ন সাত বিলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রানার মা এসে তার লাশ সনাক্ত করে এবং জনিকে সন্দেহ করে পুলিশে ধরিয়ে দেন।