কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে এক্সেপশনাল অর্গানাইজেশনের আয়োজনে রমেন্দ্রনাথ বিষ্ণুর স্মৃতির স্মরণে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার(৩১ মার্চ) এলেঙ্গা রিসোর্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই রমেন্দ্র নাথ বিষ্ণুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-মহাদেশের প্রথম নির্বাচিত স্বতন্ত্র মহিলা সাংসদ সাবেক এমপি লায়লা সিদ্দিকী।
অনুষ্ঠান উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক সুদিপ কুমার দত্ত। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক গণবিপ্লব’র সম্পাদক মোশারফ হোসেন সিদ্দিকী(ঝিন্টু সিদ্দিকী), এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি রশিদ আব্বাসী, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, করিমুন নেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কালিহাতী আরএসপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ভট্টাচার্য, পারখী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চন্দ, সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা, মসিন্দা চেচুঁয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দত্ত, খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, শহীদ আবুল কালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়েজ উদ্দিন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনছুরুল হক স্বপন, এক্সেপশনাল অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।
সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লা জাকারিয়া লেলিন। বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার হিসেবে একটি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, ডিক্শনারি, মগ এবং সার্টিফিকেট দেয়া হয়।