কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় শুক্রবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে অগ্নিকান্ডে একটি রাইস মিল ভস্মিভূত হয়েছে। স্থানীয়রা জানায়, সল্লা ইউপি চেয়ারম্যান শামীম আল মামুন প্রামানিকের মালিকানাধীন প্রামাণিক রাইস মিলটি গত এক মাস যাবত বন্ধ ছিল। শুক্রবার(২৬ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে হঠাৎ মিলটির লেবার সেডে আগুন জ্বলে উঠে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি টিম এলাকাবাসীর সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে রাইস মিলের লেবার সেড সম্পূর্ণ ভস্মিভূত হয়। তবে সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ইউপি চেয়ারম্যান শামীম আল মামুন প্রামানিক জানান, পুড়ে যাওয়া লেবার সেডে শ্রমিকরা থাকে। দিনে দুর্ঘটনাটি ঘটায় কেউ হতাহত হয়নি। অগ্নিকান্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় জনসাধারণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মিলটি বন্ধ থাকায় বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।