কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথালিয়া হাইস্কুল মাঠে গোলাম রাব্বী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড শনিবার(২৩ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড উদ্বোধন করেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মো. শাহরিয়ার সিদ্দিকী সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী পৌর আ’লীগের যুগ্ম-আহ্বায়ক আবু মোহাম্মদ জিন্নাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান তুহীন, বাংড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোতালেব হোসেন ও অকাল প্রয়াত ছাত্রলীগ নেতা গোলাম রাব্বীর বাবা মো. সুলতান মিয়া প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে পাথালিয়া সুপারস্টার ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে সবক’টি উইকেট হারিয়ে প্রতিদ্বন্দ্বি নিউ সান ক্রিকেট ক্লাবকে ১১৯ রানের টার্গেট দেয়। খেলতে নেমে নিউ সান ক্রিকেট ক্লাব ৫ উইকেটে বিজয়ী হয়। এ টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ১২টি ক্রিকেট দল অংশ নেয়।
উল্লেখ্য, প্রয়াত মেধাবী কলেজছাত্র গোলাম রাব্বীর স্মৃতিকে ধরে রাখার লক্ষে স্থানীয় ছাত্র-যুবকরা এ টুর্নামেন্টের আয়োজন করে। ছাত্রলীগ নেতা গোলাম রাব্বী ব্রেণ টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের ২ ডিসেম্বর ইন্তেকাল করেন।