সুমন সূত্রধরঃ
টাঙ্গাইল ছাত্রলীগের সহ-সম্পাদক শহীদ শফি সিদ্দিকী’র ২১তম শাহাদৎ বার্ষিকী ১০ সেপ্টেম্বর যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৭ টায় শহীদ শফি সিদ্দিকী তোরণে পুম্পস্তবক অর্পন, কালো ব্যাচ ধারন, সহীদ শফি সিদ্দিকীর মাজারে পুস্পস্তবক অর্পণ, তাঁর নিজ উপজেলায় পথালিয়ায় শহীদ শফি সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন ও উপজেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ,দোয়া মাহফিলের মধ্যদিয়ে নানা কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য ও সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী (ঝিন্টু), সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের আহ্বায়ক নূরুন্নবী সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, শহীদ শফি সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারিয়ার সিদ্দিকী সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার নিজ গ্রাম পাথালিয়ায় একটি জনসভায় শহীদ শফি সিদ্দিকীকে সন্ত্রাসীরা ছুরাকাঘাত করে হত্যা করে।