ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ২৯ শিক্ষার্থী বুধবার(৬ এপ্রিল) শিক্ষকের পিটুনিতে আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, বুধবার(৬ এপ্রিল) দুপুরে সহকারী শিক্ষক(ইংরেজি) মো. ইউনুছ হোসেন দশম শ্রেণির ক্লাসে গিয়ে দেখতে পান ৪১জন শিক্ষার্থীর কেউই ইংরেজি দ্বিতীয়পত্রের বই ক্লাসে নিয়ে আসেনি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি লাঠি এনে ২৯ জন ছাত্রছাত্রীকে পিটিয়ে আহত করেন। শিক্ষকের পিটুনিতে শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়ায় শিক্ষার্থীরা চিৎকার-চেচাঁমেচি করলে প্রধান শিক্ষক এসে তাদেরকে চিকিৎসার জন্য অভিভাবকদের জানান। অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা এসে শিক্ষার্থীদের স্থানীয়ভাবে চিকিৎসা করান। এরমধ্যে ঝর্ণা, সুদেবী, সেতু, শাহিদা, সিথি, শায়লা, জয়া ও শরিফা খানের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদেরকে কালিহাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন।
আহত শিক্ষার্থীরা জানায়, ইংরেজি শিক্ষক মো. ইউনিুছ হোসেনের কাছে প্রাইভেট না পড়ার কারণে তিনি প্রায়ই নানা ছলছুতোয় ছাত্র-ছাত্রীদের পিটিয়ে থাকেন। তারা জানান, ক্লাসের ৬-৭জনে ইংরেজি দ্বিতীয়পত্রের বই স্কুলে এনেছিল। তারপরও তিনি রাগে-ক্ষোভে ছাত্রছাত্রীদের পিটিয়েছেন।
অভিযুক্ত শিক্ষক মো. ইউনুছ হোসেন জানান, ক্লাসে পাঠ্য বই না আনার কারণে শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের ‘শাসন’ করেছেন। পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানো কোন ধরণের ‘শাসন’ জানতে চাইলে তিনি কোন জবাব দেননি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. আ. ছাত্তার খান, জলিলুর রহমান খান ও নার্গিস খানম জানান, সহকারী শিক্ষক(ইংরেজি) মো. ইউনুস হোসেন তার কাছে প্রাইভেট পড়ার জন্য শিক্ষার্থীদের প্রায়ই পিটিয়ে থাকেন। তিনি স্কুলের ভিতরেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কোচিং সেন্টারের আদলে প্রাইভেট পড়িয়ে থাকেন। স্কুলে প্রাইভেট পড়ানো বন্ধ করতে বললে তিনি রাজনৈতিক প্রভাব খাটান।
চারান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবান আলী জানান, কাজটা মোটেও ভাল হয়নি। অভিযুক্ত শিক্ষক মো. ইউনুছ হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।