কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতীতে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করায় আনন্দ শোভাযাত্রা করেছে শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। বুধবার(৩০ মার্চ) সকালে এলেঙ্গা শামসুল হক কলেজ থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি এলেঙ্গা বাসষ্ট্যান্ড চত্ত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক আজাহার আলী মিয়া, এসএম আব্দুল আওয়াল, শহিদুল ইসলাম, শহিদুর রহমান খান প্রমুখ। এসময় বক্তারা অষ্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন, বাকশিস কালিহাতী উপজেলার শাখার সাধারণ সম্পাদক মো. বাবর আলী তালুকদার, অধ্যক্ষ মো. ফজলুল হক, অধ্যাপক হাসান হাফিজুর রহমান, কাশীনাথ মজুমদার পিংকু, ধনঞ্জয় কুমার সেন, তাজুল ইসলাম, মো. আমির হোসাইন, লুৎফর রহমানসহ জেলা ও উপজেলার শিক্ষক-কর্মচারীবৃন্দ।