কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতীতে গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। সোমবার(১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ইছাপুর ও এলেঙ্গা পৌর এলাকা ঘুরে ঘুরে ভিক্ষুক, দুস্থ, প্রতিবন্ধি ও ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন। গভীর রাতে কম্বল পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এছাড়া তিনি দরিদ্র কয়েকটি পরিবারের মাঝেও কম্বল বিতরণ করেন। এ সময় কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এলেঙ্গা বাজার বণিক সমিতির সহ-সভাপতি দুলাল হোসনে, শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শরীফ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, ব্যবসায়ী নজরুল মোল্লা, সফি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার জানান, প্রকৃত শীতার্তদের মাঝে যাতে কম্বলগুলো পৌঁছে দেয়া যায় এজন্যই রাতে বিতরণ করা।