কামরুল হাসানঃ
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দুস্থ, হতদরিদ্র, প্রতিবন্ধি, রিকশাওয়ালা ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, কালিহাতী উপজেলার যেসব স্থানে ছিন্নমূল মানুষরা কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীতে ঠক্ ঠক্ করে কাঁপছিলো সেসব জায়গায় রাতের আঁধারে শীতবস্ত্র নিয়ে হাজির হচ্ছেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন। গভীর রাতে শীতের কাপড় পেয়ে হতবিহ্বল-আবেগাপ্লুত হয়ে পড়ছেন ছিন্নমূল মানুষগুলো। গত ৩-৪ দিন যাবত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি এ কার্যক্রম চালাচ্ছেন। মঙ্গলবার(৫ জানুয়ারি) তিনি কালিহাতীর মুন্সীপাড়া, বাঘুটিয়া, ইছাপুর ও এলেঙ্গায় এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি এলেঙ্গা পৌরসভার কয়েকটি হতদরিদ্র পরিবারের বাড়িতে আচমকা উপস্থিত হয়ে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন, এলেঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুমন ঘোষ, এলেঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, দাশ পবিত্র, কাজল আর্য প্রমুখ।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দেয়া সরকারি অনুদানের শীতবস্ত্রগুলো প্রকৃত শীতার্তদের মাঝে যাতে পৌঁছায় এজন্যই মাঝরাতে হতদরিদ্রদের আবাসস্থলে কম্বলগুলো তিনি পৌঁছে দিচ্ছেন।
প্রকাশ, ঘর-বাড়ি ছাড়া অসহায় ছিন্নমূল মানুষরা স্কুল-কলেজ, বাসস্ট্যান্ড, মসজিদ-মাদ্রাসা ও দোকানপাটের পাশে আশ্রয়ে শুয়ে থাকা ছিন্নমূল মানুষদের শীতার্ত শরীরে গভীর রাতে কম্বল জড়িয়ে দিয়ে আবু নাসার উদ্দিন স্থানীয় পর্যায়ে চমক সৃষ্টি করেছেন। ইউএনও’র এমন দৃষ্টান্ত দেখে স্থানীয় রাজনৈতিক নেতা ও সম্পদশালীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী হলে উপজেলায় আর কেউ শীতের প্রকোপে আক্রান্ত হবেনা।
উল্লেখ্য, এরআগে কালিহাতীর ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে ১ হাজার ২১০ টি এবং মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিদের মাঝে ৪৭৮টি কম্বল বিতরণ করা হয়েছে।