কালিহাতী প্রতিনিধিঃ কালিহাতী উপজেলার ষ্টুডেন্ট ডেপেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্যদের ঈদ পূণর্মিলনী ও শপথগ্রহণ অনুষ্ঠান গত সোমবার(২০ জুলাই) বিকালে এলেঙ্গা রিসোর্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ষ্টুডেন্ট ডেপেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সুজন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বারেক, এলেঙ্গা পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাছুদুর রহমান বালা, আবু খালেদ নান্নু, কালিহাতী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হাসমত আলী রেজা, ষ্টুডেন্ট ডেপেলপমেন্ট ফাউন্ডেশনের সিনিয়ির সহ-সভাপতি ফিরোজ আদনান, সহ-সভাপতি কেএম রেজাউল। এ সময় বিডি বয়েজ ক্লাবের প্রধান উপদেষ্টা হামিদুর রহমান, উপদেষ্টা সোবহান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ মোল্লা উপস্থিত ছিলেন। পরে ষ্টুডেন্ট ডেপেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন মাজেদুর রহমান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।