কালিহাতী ২ মার্চ : টাঙ্গাইলে কালিহাতী পৌরসভার হরিপুর গ্রামের আব্দুল মালেক তালুকদার, শুকুর মাহমুদ, আরফান আলী তালুকদারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলার অভিযোগ উঠেছে। এ বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে সোমবার দুপুরে এলেঙ্গায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীদের পক্ষে হরিপুর গ্রামের রেজাউল করিম তালুকদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আওয়ামীলীগে অনুপ্রবেশকারী আব্দুল মালেক তালুকদারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কালিহাতী পৌরসভার হরিপুর গ্রামে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের ওইসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্নভাবে হয়রানী করে থাকে। তাদের মধ্যে প্রতিবাদকারী অব. প্রাপ্ত সেনাসদস্য হালিম তালুকদার। ওই চক্রটি সম্প্রতি হালিম তালুকদারের বসতবাড়ী ভাংচুর,হামলা ও লুটপাট করেছে।
এ ঘটনায় অব. প্রাপ্ত সেনাসদস্য বাদী হয়ে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। মামলা করার পর থেকে হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রেজাউল করিম তালুকদার, মেহেদী তালুকদার, মজিবর মন্ডল ও হালিম তালুকদারের ছেলে রাসেল তালুকদার জানান, অনুপ্রবেশকারী আব্দুল মালেক তালুকদার কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাধে একটি শক্তশালী সিন্ডিকেটের মাধ্যমে স্থানীয় ভাবে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াছে দীর্ঘদিন যাবত। তাদের অপকর্মের বিরুদ্ধে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ টাঙ্গাইলে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাচ্ছেনা এলাকাবাসী। উল্টো তাদেরকে হয়রানীর শিকার হতে হচ্ছে।
এ বিষয়ে আব্দুল মালেক তালুকদার গণবিপ্লবকে বলেন, আব্দুল রহিমের সাথে রেজাউল করিমের জমি নিয়ে বিরোধের জের ধরে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে।