কামরুল হাসানঃ
জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রের কালিহাতী প্রতিনিধি আবু সায়েমের পিতা আলহাজ জাবেদ সরকার ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…..রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে কালিাহতী উপজেলার মহেশগ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ২ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওইদিনই বিকালে রাজাবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে রাজাবাড়ী সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাযে এলেঙ্গা পৌরসভার মেয়র মো. শাফি খান, প্যানেল মেয়র আব্দুল বারেক, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, সহ-সভাপতি আলমগীর হোসেন, এলেঙ্গা শামসুল হক কলেজের অধ্যক্ষ মো. নয়া মিয়া, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, অধ্যাপক হাসান হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইরফানুল ইসলাম জুয়েল মোল্লা, মোফাজ্জল হোসেন জিয়াসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি আখতার হানিফ, সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি দাশ পবিত্র, প্রতিষ্ঠাতা সভাপতি সুৃমন ঘোষ, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, সাংবাদিক কাজল আর্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।