কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মালতী গ্রাম থেকে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন।
কালিহাতী থানার এ.এস.আই ওয়ালিদ জানান, সঙ্গীয়ফোর্স নিয়ে উপজেলার মালতী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার আ. হাই এর চা স্টলের পেছনে মঙ্গলবার সন্ধ্যায় জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার মালতী এলাকার আ. হাই (৩২), মোস্তফা মিয়া (৩০), আ. মান্নান (২৮), জহির উদ্দিন ৩৫), মাসুদ মিয়া (৩০), হারুন অর রশিদ (৩০) ও জহির উদ্দিন (৪০)।
আসামীরদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।