
কালিহাতী ১ এপ্রিল : করোনা ভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব ও মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে টাঙ্গাইলের কালিহাতীতে টহল দিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুটিয়া বাজার এবং কালিহাতী পৌরসভার ঘুনী, মুন্সীগঞ্জ বাজার, কালিহাতী বাসটার্মিনালসহ বিভিন্ন স্থানে এ টহল পরিচালিত হয়।
এসময় মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখা, সাধারণ মানুষকে ঘরে থাকাসহ করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করেন সেনাবাহিনীর সদস্যরা।