কালিহাতী ৩ মার্চ : টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহাসিক স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) কালিহাতী কলেজ মিলনায়তন হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশতেহার পাঠক শাজাহান সিরাজের সহধর্মিনী স্ত্রী রাবেয়া সিরাজ।
সভায় বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস জিন্নাহ মিয়া, শাজাহান সিরাজের কলেজের সাবেক অধ্যাপক বাদল মাহমুদ, কালিহাতী কলেজের সাবেক জিএস হাবিবুর রহমান ঠান্ডু, ভূঞাপুর লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী, ডাইরেক কালিহাতী শাজাহান সিরাজক কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ।
এছাড়া কলেজের অধ্যাপকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।