কামরুল হাসানঃ
কালিহাতী উপজেলার নারান্দিয়ায় এলজি ক্লাবের উদ্যোগে স্বাধীনতা টি-২০ ক্রিকেট টুর্ণমেন্ট শুরু হয়েছে। নারান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠে শুক্রবার(১২ ফেব্রুয়ারি) টুর্ণামেন্টের উদ্বোধন করেন এফবিসিসিআই-এর পরিচালক আবু নাসের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শুকুর মামুদ, শাপলা যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মাসুদ তালুকদার। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. দিলীপ কুমার মোদক, এলজি ক্লাবের সভাপতি দেওয়ান পলাশ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক এখলাছ উদ্দিন, মুখপাত্র ইব্রাহীম মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বড় বাজু পাথাইলকান্দি ক্রিকেট একাদশ ১৩ রানে নারান্দিয়ার বিডি টাইগার্স টিমকে পরাজিত করে। টুর্ণামেন্টে বিভিন্ন এলাকার ১৬ টি দল অংশগ্রহণ করছে।