টাঙ্গাইলের কালিহাতীতে স্বামী ইমান হোসেন হত্যার অভিযোগে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ ৩জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।
গত শুক্রবার (৭ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাদের টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছেন ।
গ্রেফতারকৃতরা হলো – নিহত ইমাম হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২১)। তিনি উপজেলার দেউপুর গ্রামের জহির উদ্দিনের মেয়ে। পরকীয়া প্রেমিক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সবুর খান বাবু (২০), ও তাদের ভাড়াটিয়া খুনি জনি শেখ (২৫) পাবনার ভেড়া উপজেলার মহনগঞ্জ এলাকার জালাল মিয়ার ছেলে। তাকে ভূঞাপুরের গোবিন্দাসী এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
টাঙ্গাইল ডিবি উত্তরের এসআই জাহাঙ্গীর আলম জানান, বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় নিহতের বাবা বাদি হয়ে মামলা করার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারি পরকীয়া প্রেমের কারনেই খাদিজার পরামর্শেই ইমান হোসেনকে হত্যা করে মহাসড়কের পাশের কলা বাগানে ফেলে রাখা হয়। পরে গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হলে তারা হত্যার বিষয়টি স্বীকার করেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে উপজেলার সল্লা চরপাড়া এলাকার একটি কলা বাগানে ইমাম হোসেনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহের শরীরে আঘাতার চিহ্ন ছিলো। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে
নিহতের বাবা বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।