
কালিহাতী ৫ এপ্রিল : টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোর দায়ে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ( ৪ এপ্রিল )সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে আউলিয়াবাদ হাটের ইজারাদার শামআলমকে এ অর্থদন্ড দেয়া হয় । এছাড়া বিভিন্ন জায়গায় অযথা ঘোরাঘুরি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে তিনজকে ১৫’শ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা গণবিপ্লব-কে বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে মানুষের সমাগমসহ সকল হাট বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করে হাটের ইজারাদার হাট পরিচালনা করেন। এজন্য তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে তিনজনের কাছ থেকেও ১৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, হাটের কার্যক্রম বন্ধে সহযোগিতা করেছে সেনাবাহিনীর একটি দল।