কালিহাতী প্রতিনিধিঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ইংরেজী প্রথমপত্র পরীক্ষায় মঙ্গলবার(৩ নভেম্বর) কালিহাতীতে ২ জন বহিস্কার হয়েছে। এরা হচ্ছেন, নারান্দিয়া টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজের দিপালী আক্তার ও মগড়া পালস উচ্চ বিদ্যালয়ের ফারুক হোসাইন।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসার উদ্দীন বলেন, এলেঙ্গা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার অপরাধে ওই দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয় ।
উল্লেখ্য, কালিহাতীতে এবারের জেএসএসি পরীক্ষায় ৩ কেন্দ্রের ১২টি ভেন্যুতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩৫ জন। এরমধ্যে উপস্থিত ৫ হাজার ৯১৯ জন এবং অনুপস্থিত রয়েছে ১১৬ জন।