কামরুল হাসানঃ
টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অঞ্চলের কুখ্যাত ডাকাত সর্দার সিরাজ সিকদারের ৩ সহযোগীকে রোববার(২২ মে) সন্ধ্যায় কালিহাতী উপজেলার গয়লাবাড়ী পাথরঘাট থেকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ।
পুলিশ জানায়, কুখ্যাত ডাকাত সর্দার সিরাজ সিকদারের সহযোগিরা ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোপণে সংবাদ পেয়ে গয়লাবাড়ী পাথরঘাট থেকে কালিহাতী থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী ও ওসি তদন্ত নজরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কৌশল অবলম্বন এবং নাটকীয়ভাবে ৩ ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার চর আফজালপুর গ্রামের খলিল প্রামানিকের ছেলে হালিম প্রামানিক(২৭), হযরত আলীর ছেলে আবু বক্কর(৪৫) ও ইসরাফিল সরকারের ছেলে মনিরুল ইসলাম(২২)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।