ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকায় বিদ্যালয়ের বিদ্যুৎবিল দেয়া হচ্ছে বলে অভিভাবকদের জানানো হয়েছে। সরকারি উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের কম দিয়ে আত্মসাতের প্রতিবাদ করতে গেলে শিক্ষকরা অভিভাবকদের ওই কথা জানায়। অভিভাবকরা জানায়, আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গত ১৭ জুলাই সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। তারা জানায়, বিগত বছরে ১২ মাসে তিন মাস পর পর ৪ কিস্তিতে প্রতি শিক্ষার্থীকে ৩০০ টাকা হারে উপবৃত্তির টাকা দেয়া হয়েছে। কিন্তু এ বছর শিক্ষকরা নানা অজুহাতে সরকারি অনুদানের উপবৃত্তির টাকা প্রতি শিক্ষার্থীকে ১২ মাসে ৫০০-৬০০ টাকা দেয়া হয়। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জানতে গেলে অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা হয়। পরে বিক্ষুব্ধ অভিভাবকদের চাপে শিক্ষকরা জানায়, বিদ্যালয়ের বিদ্যুৎ বিল, কোচিং ফি, টয়লেট পরিষ্কার বাবদ টাকা কর্তন করে রাখায় শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা কম পাচ্ছে। অভিভাবকরা অভিযোগ করে, তাদের ছেলে-মেয়েদের বরাদ্দকৃত উপবৃত্তির টাকা কর্তন করে তা ব্যাংক প্রতিনিধি, শিক্ষকমন্ডলী এবং সংশ্লিষ্টরা বণ্টন করে আত্মসাত করছেন। ফলে উপজেলা শিক্ষা অফিসারও শিক্ষক নেতাদের চাপে কোন ব্যবস্থা নিতে পারেন না। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার ১ পয়সায়ও কর্তন বা কেটে নেয়ার নিয়ম নেই। অভিভাবকরা এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।