কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ প্রতিযোগিতার জন্যে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মো. আবু নাসার উদ্দিন গত বছরের সেপ্টেম্বর মাসে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথম কালিহাতীতে যোগদান করেন। ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এরআগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে, মেহেরপুর ও ময়মনসিংহের ফুলপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং রংপুর বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্বপালন করেছেন।
ইউএনও হিসেবে মো. আবু নাসার উদ্দিন ধারাবাহিক কাজের বাইরে কালিহাতীতে অনেক ব্যতিক্রমধর্মী কাজ করেছেন এবং করছেন। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ বৃদ্ধি এবং শৃংখলা তৈরির জন্যে ক্রেস্ট, বই-পুস্তক, খেলাধূলার সামগ্রী ড্রেস, বৃক্ষ প্রদান এবং নিয়মিতভাবে বিদ্যালয় পরিদর্শন করে আসছেন। সেইসাথে দায়িত্বে অবহেলা করা শিক্ষকদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া তার উল্লেখযোগ্য কাজের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কালিহাতীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয় আমার বিদ্যালয়, আমার অহংকার নামক কর্মসূচি। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা স্বতসফুর্তভাবে এতে অংশ নেয়। নাগবাড়ী ইউনিয়নে হয়েছে চলো যাই গাঁয়ের পথে নামক অনুষ্ঠান। জনগণ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর থেকে কিকি সুযোগ সুবিধা পেতে সেই ধারণা পায় অনুষ্ঠান থেকে। এতে সাধারণ মানুষ ও উপজেলা পরিষদের কর্মকর্তদের মধ্যে দূরত্ব অনেকাংশে হ্রাস পেয়েছে। অনুষ্ঠানটি পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে হচ্ছে। উপজেলায় বাল্যবিবাহ বন্ধে তার অবস্থান অত্যন্ত কঠোর। সম্প্রতি উপজেলা প্রশাসন কমপক্ষে ৭০টি বাল্যবিবাহ বন্ধ করেছে এবং বিয়ে আয়োজনের সাথে জড়িত ব্যক্তিদের দেয়া হয়েছে কারাদন্ড, আর্থিক জরিমানা। বাল্যবিবাহ বন্ধে উপজেলার প্রত্যন্ত গ্রাম গ্রামে চলছে সভা সেমিনার। কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে ২৪ মার্চ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাধুবাদ জানিয়েছেন এবং কালিহাতীকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন। নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন প্রচন্ড শীত উপেক্ষা করে কালিহাতীর বিভিন্নস্থানে রাতে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষুক, প্রতিবন্ধি, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। এতে অনুপ্রাণিত হয়ে আরো অনেকেই কাজটি করেছেন। বিরল এই কাজে শীতার্ত মানুষ অত্যন্ত অভিভূত হয়েছেন। খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল স্লোগানে বাংলাদেশের সর্বপ্রথম কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার গোল্ডকাপ ভলিবল টুর্ণামেন্ট। খেলায় কালিহাতীর ২ পৌরসভা ১৩ ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। ফলে উপজেলার সর্বত্র খেলাধূলার জোয়ার চলে আসে। মাদক বিরোধী র্যালীতে ইউএনও নিজেই মোটর সাইকেল চালিয়ে বিভিন্নস্থানে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন। জাতীয় দিবসগুলোতে যথাযথ মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফেব্রুয়ারিতে তিনদিন ব্যাপি বইমেলা ও মার্চে মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা প্রদশর্ন অন্যন্য দৃষ্টান্ত। স্বাস্থ্যই সকল সুখের মূল স্লোগানে কালিহাতীতে গঠণ করেছেন ভোরের পাখি শরীরচর্চা ক্লাব এবং সাংস্কৃতিক উন্নয়নে করা হয়েছে নতুন একটি সংঘ। পুরো কালিহাতী উপজেলার সর্বশেষ সকল তথ্য দিয়ে মোবাইল এ্যাবস তৈরির কাজ অতিদ্রুত সম্পন্ন হবে। ফলে দেশে বিদেশের যেকোন প্রান্তের মানুষ কালিহাতী উপজেলার তথ্য সহজেই জানতে পারবে। বর্ষাকালে কালিহাতীতে বনায়ন কর্মসূচি সফল করতে চলাচ্ছেন ব্যাপক প্রস্তুতি। সম্প্রতি কালিহাতী উপজেলা পরিষদ চত্ত্বরকে অন্যযেকোন সময়ের থেকে সাজানো হয়েছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে। ফলে দশণার্থীরা হয়েছেন মুগ্ধ। এছাড়া প্রতিনিয়নিতই হচ্ছে জনবান্ধব নানা রকম ব্যতিক্রমী উদ্যোগ। এসব বিষয় নিয়ে কথা হয় কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনুর সাথে, তিনি বলেন নিয়মিত কাজের বাইরে আমাদের বর্তমান নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন যেকাজগুলো করছেন সত্যি প্রশংসনীয়। যেগুলো আগে কোনদিন হয়নি, আমিও দেখিনি এবং মানুষ চিন্তা পর্যন্ত করেনি।
এবিষয়ে আবু নাসার উদ্দিন বলেন কোন কাজের স্বীকৃতি যেমন মানুষকে আনন্দিত করে তেমনি পরবর্তীতে ভাল কাজে আরো উদ্বুদ্ধ করে। আমার ক্ষেত্রেও তাই। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন আমার দায়িত্ব বেড়ে গেল। প্রাথমিক শিক্ষার সাথে জড়িত সবাইকে সাথে নিয়ে কালিহাতীর প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ মানে পৌছাতে চাই।