কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়ন ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। কমিটিতে শামীম আল মামুন জামিল সভাপতি, স্বপন সূত্রধর সাধারণ সম্পাদক এবং আজিজুল ইসলাম সর্বসম্মতিক্রমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সুজন আহম্মেদ ও আব্দুল মান্নান সহ-সভাপতি, শফিকুল ইসলাম, অজয় সাহা ও আজগর আলী সহ-সাধারণ সম্পাদক, মাসুদ রানা সহ-সাংগঠনিক সম্পাদক, রাকিব খান শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, ইয়ামিন হোসেন তথ্য ও পবেষণা সম্পাদক, খালিদ হাসান সাগর দপ্তর সম্পাদক, রুপা বণিক ছাত্রী বিষয়ক সম্পাদক, মামুন মিয়া বৃত্তি সম্পাদক, শাহজাহান মিয়া অর্থ সম্পাদক, বিজয় সাহা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, রাকিব হোসেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সুরুজ্জামান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আব্দুল কদ্দুস পাঠাগার সম্পাদক, মিজানুর রহমান সমাজসেবা সম্পাদক, হারুন অর রশিদ প্রচার সম্পাদক, মাসুদ রানা ক্রীড়া সম্পাদক, হাফিজুর রহমান পরিবেশ বিষয়ক সম্পাদক এবং হাবিল উদ্দিন, রাকিব হোসেন, অপু সূত্রধর, অনিক আহম্মেদ, সামিউল ও আনসার আলী কার্যকরি সদস্য মনোনীত হয়েছেন।
কোকডহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করেন কোকডহরা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও টাঙ্গাইলের করটিয়াস্থ সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের কালিহাতী উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম। রাশেদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কোকডহরা ছাত্রকল্যাণ সমতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি আসাদুল ইসলাম, হাফিজুর রহমান, শাহীন হোসেন আতিক এবং সাবেক সাধারণ সম্পাদক বিশ^নাথ গোস্বামী প্রমুখ।
উল্লেখ্য, বিভিন্ন কলেজ এবং বিশ^বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন কোকডহরা ইউনিয়ন ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতার পর থেকেই এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন এবং সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।