কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন শনিবার(২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
গোহালিয়াবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর কমান্ডার ও মো. নয়া মিয়া ডেপুটি কমান্ডার নির্বাচিত হন। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু সাইদ সিকদার, মো. হাফিজুর রহমান ও মো. আব্দুল মোতালেব।
নির্বাচনে আনোয়ার-রশিদ পরিষদ ২৭ ভোট পায় এবং গফুর-নয়া পরিষদ ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, সহকারি কমান্ডার গোলাম আকবর, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু, ডেপুটি কমান্ডার মীর মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সামাদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. মিনহাজ উদ্দিন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ভোলা, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা রশিদ মাষ্টার প্রমুখ।