ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কালিহাতী উপজেলার টেঙ্গুরিয়া গ্রাম রক্ষা বেড়িবাঁধ ও সাফাই নদী ওয়াপদা বাঁধ কেটে স্থানীয় একটি চক্র মাটি বিক্রি করছে বলে অভিযোগ ওঠেছে।
জানাগেছে, দীর্ঘদিন পূর্বে টেঙ্গুরিয়া গামের ভাঙন ঠেকাতে বেড়িবাঁধ ও সাফাই নদীপাড়ে ওয়াপদাবাঁধ নির্মান করা হয়। ওই ওয়াপদা বাঁধ থেকে একশ গজ দক্ষিণে কোকডহরা ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি রাস্তা নির্মাণ করা হয়। ওই বাঁধে দেড় শতাধিক নিরীহ পরিবার বসবাস করছে। সরকারি অর্থে নির্মিত ওই বাঁধ থেকে বসবাসকারীদের সরিয়ে দিয়ে স্থানীয় একটি চক্র মাটি কেটে বিক্রি করছে। ফলে, শতাধিক হতদরিদ্র পরিবার বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে এবং বর্ষ মৌসুমে টেঙ্গুরিয়া গ্রামে আবারও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানায়, প্রভাবশালী ওই চক্রটি আইন কানুনের তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবত মাটিকাটার আধুনিক যন্ত্র বেকু দিয়ে টেঙ্গুরিয়া ওয়াপদা বাঁধ কেটে ট্রাকে ভরে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এলাকাবাসী উল্লেখিত রাস্তা ও বাঁধ ধংসকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন এবং রাস্তা ও বাঁধটি পূননির্মাণের দাবি জানিয়েছে।