স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের আর্যবাড়ীর শত বছরের পুরোনো কালিমন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গত শনিবার (১ জুলাই) নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার।
এসময় নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেন তালুকদার বাচ্চু, কালিহাতী উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র আর্য, নারান্দিয়া হিন্দু সমাজের নেতা ডা. দীলিপ কুমার মোদক, ধীরেন্দ্র নাথ ভৌমিক, শম্ভুনাথ আর্য, গোবিন্দ চন্দ্র আর্য, মহাদেব সরকার, ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য পরিতোষ সরকার সাংবাদিক কাজল আর্যসহ এলাকার বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই কালিমন্দিরে সারা বছরে বেশ কয়েকটি পূজা অনুষ্ঠিত হয়।