কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নতুন পৌর পিতা নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী আকবর জব্বার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯হাজার ৪১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনছার আলী বিকম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪৪৭ ভোট । এছাড়া আওয়ামী লীগের বিদ্্েরাহী প্রার্থী হুমায়ুন খালিদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬০৯ ভোট।
এর আগে উৎসব মুখর পরিবেশে বুধবার(৩০ ডিসেম্বর) সকাল ৮ টায় ১০ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা আবু নাসার উদ্দিন জানান, কালিহাতী পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। প্রার্থীরাও ফলাফল মেনে নিয়েছেন। এ নিয়ে তাদের কোন অভিযোগ নেই।