কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মৃুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণভোজ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপিত ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ তালুকদার। আলোচনা সভা শেষে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগলোর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার ৩ সহ¯্রাধিক মানুষ গণভোজে অংশনেন।